• Phone: +8801678-004271
  • Email: info@infinitytechltd.com
  • Address: 7th Floor, Shamsuddin Mansion, 41 Gulshan North,Road no. 53, Gulshan-2,Dhaka-1212
    • Follow us on:

    Blogs > Blog Details

    News and Insights

    image

    জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বঙ্গবন্ধু একজন অসামান্য কিংবদন্তি নেতা ছিলেন- মতিয়া চৌধুরী
    সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন বঙ্গবন্ধু একজন অসামান্য কিংবদন্তি নেতা ছিলেন। তার সঙ্গে কারো তুলনা করা যায় না। সমুদ্রে আকাশের ছায়া পড়লে যেমন আকাশকে সমুদ্র ধারণ করে না- তেমনি কোন নেতাকে মহান মনে হলেও তার মত বড় হয়ে যান না।
    গত ২৯ আগস্ট মঙ্গলবার সান্ধ্যয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সভাটি আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)।


    মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পরিস্থিতি এতটাই প্রতিকূলে ছিল যে, আমরা একটি সময়োচিত প্রতিবাদ করতে পারি নি। আমাদের মিছিল বারবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। আজকে যত সুন্দর পরিবেশ দেখা যায় এত মসৃণ ছিল না কখনো আওয়ামী লীগের রাজনীতি। এটি শেখ হাসিনার অবদান। তিনি নতুন প্রজন্মকে এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শেখ মুজিবুর রহমান অসামান্য অবদান রেখেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দিয়েছিলেন। তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে নিজ ব্যবস্থাপনায় গবেষণা ও উন্নয়ন সাধিত হবে। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে।
    তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির মুক্তির জন্য সাধনা করেছিলেন। তিনি সামাজিক ও অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। তিনি ছিলেন পরশ পাথর। তিনি শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি গর্বিত দেশ।


    বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বাংলাদেশে ‘৭৫ এ মুজিব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রতিহিংসার রাজনীতি চালু হয়েছে, এর বলি হয়েছেন অনেকেই। তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেও এ প্রতিহিংসার শিকার হয়েছে। মুজিব আমলে নেওয়া অনেক সিদ্ধান্ত পরে বাতিল করা হয়েছিল।
    তিনি মনে করেন, বিদেশি নেতাদের সাম্প্রতিক পাঠানো চিঠি মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানকে পশ্চিমাদের ব্যর্থ সহায়তার মত হবে।
    আরো বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম মহাসচিব সুভাষ সিংহ রায়। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের বর্তমান মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, অধ্যাপক আব্দুল মান্নান চৈৗধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক অজয় দাশ গুপ্ত।
    আলোাচনায় জাতীয় কমিশন গঠন করে ১৫ আগস্ট ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার দাবী জানানো হয় ।

    0 Comments:

      No Comments yet! Be the first to comment. 😊

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Alert: Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

    Related Blogs

    image
    অ্যালামনাই অ্যাসোসিয়েশন

    হীরক জয়ন্তী মহোৎসব-২০১২ পালন

    image
    অ্যালামনাই অ্যাসোসিয়েশন

    বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের জন্য ঘর নির্মাণ কা...

    image
    অ্যালামনাই অ্যাসোসিয়েশন

    বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত

    image
    অ্যালামনাই অ্যাসোসিয়েশন

    ৫৩০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান