হীরক জয়ন্তী মহোৎসব-২০১২ পালন
আনন্দ আর উল্লাসের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের “হীরক জয়ন্তী মহোৎসব” পালিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য সমুন্নত রাখতে ছাত্র-শিক্ষক ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার আহ্বান জানান অ্যালামনাই এসোসিয়েশনের জীবন সদস্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বারবার রাষ্ট্রপতি ফিরে যান তার পুরনো দিনের স্মৃতিতে।তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বহু জ্ঞানী-গুণী জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান রেখে যাচ্ছেন।শিক্ষা প্রসারে এ বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য তা সমুন্নত রাখতে হবে। এজন্য ছাত্র, শিক্ষক, গবেষকসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানে নিয়ে যাওয়া ও শৃঙ্খলা ফিরিয়ে এনে গবেষণার সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রমে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
No Comments yet! Be the first to comment. 😊